Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আগানগর ইউনিয়নের ইতিহাস


আমরা ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের অবহেলিত এলাকার অধিবাসী ছিলাম। স্থানীয় জিনজিরা ইউনিয়নের পূর্বাংশ শুভাঢ্যা ইউনিয়নের উত্তরাংশে ১৭টি গ্রাম বা মহল্লা ৭০,০০০/- (সত্তর হাজার) লোকের বসবাসের সকল সদস্যগণ সংগ্রাম বা মহল্লাগুলি দুইটি ইউনিয়নের কর্ণারে পরিয়াছিল বিধায় স্বাধীনতার ২১ বছর পরেও তখর কোন দর্শনীয় উন্নয়ন কাজ হয় নাই ঘন বসতি পূর্ণ মহল্লগুলিতে যোগাযোগ ব্যবস্থা খুবই অবনতি ছিল। উক্ত এলাকার অধিবাসী তথা ছাত্র-ছাত্রী, যুবক , শ্রমীক, ব্যবসায়ী সহ সর্ব স্তরের জনসাধারণ দীর্ঘ দিন যাবৎ ইউনিয়নের মধ্যবর্তী কয়েকটি গ্রাম নিয়ে আলাদা একটি ইউনিয়ন গঠন করার জন্য  আবেদন করিয়াছিলাম। বিগত ২৮/০৩/১৯৯৩ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের স্মারক নং৯৯৯/৯৩ মারফত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।